ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইন্টারনেট থেকে রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ভিডিও অপসারণের নির্দেশ
Published : Thursday, 3 February, 2022 at 1:52 PM
ইন্টারনেট থেকে রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ভিডিও অপসারণের নির্দেশচিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৮) ফেসবুক লাইভে এসে করা আত্মহত্যার ভিডিও অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ৬ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভিডিওটি গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাজধানী ধানমন্ডির ৭ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে একাই থাকতেন আবু মহসিন খান। গত বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে এসেছিলেন আবু মহসিন খান। এরপর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন পোশাক শিল্পের এই কাঁচামাল ব্যবসায়ী।