ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফ্লেচার-সৌম্য ঝড়ে উড়ে গেলো সিলেট সানরাইজার্স
Published : Friday, 4 February, 2022 at 12:00 AM
চট্টগ্রামের হতাশা ভুলে ঢাকায় প্রথম ম্যাচে এসেই জয়ে ফিরেছে খুলনা টাইগার্স। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারের ঝড়ে উড়ে গেছে মোসাদ্দেক হোসেনের সিলেট সানরাইজার্স। সিলেটের দেওয়া ১৪৩ রানের জবাবে খেলতে নেমে ৩৪ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় মুশফিকের খুলনা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪৩ রানের জবাবে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেন খুলনার দুই ওপেনার ফ্লেচার ও সৌম্য। আগের দুই ম্যাচ ব্যর্থ হওয়া সৌম্য এই ম্যাচে খেলেছেন ৪৩ রানের ইনিংস। ৩১ বলে ৬ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান বাঁহাতি এই ওপেনার। তিনি যখন আউট হন, ততক্ষণে খুলনা পৌঁছে গেছে ৯৯ রানে। বাকি পথটুকু ফ্লেচার ও থিসারা পেরেরা মিলে পেরিয়ে যান।
ফ্লেচার টুর্নামেন্টের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন। ক্যারিবীয় ব্যাটার ৭১ রানে অপরাজিত থাকেন। ৪৭ বলে ৫ চার ও ৫ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন এই ওপেনার। এছাড়া লঙ্কান অলরাউন্ডার পেরেরার ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রানের ঝড়ো ইনিংসে ১ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায় খুলনা।
সিলেটের হয়ে নিয়মিত খেলা তাসকিন আহমেদ ইনজুরির কারণে খেলতে পারেননি। বিপিএলের অষ্টম আসরে এসে অভিষেক হয়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। অভিষেক ম্যাচটি অবশ্য রাঙাতে পারেনি তিনি। ৩ ওভার বোলিং করে ২০ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন। একমাত্র উইকেটটি নিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম।