দুই বিদেশির গোলে জামালের শুভসূচনা
Published : Friday, 4 February, 2022 at 12:00 AM
প্রিমিয়ার
ফুটবল লিগে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল। গতবার তো রানার্সআপ হয়েই
সন্তুষ্ট থাকতে হয়েছে। এবারও তাদের স্বপ্ন আকাশ ছোঁয়া। লিগ জিততে চাইছে
হুয়ান মার্টিনেজের দল। তাই শুরুটা করেছে প্রত্যাশিত জয়ে। বৃহস্পতিবার উত্তর
বারিধারাকে ২-১ গোলে হারিয়ে ঢাকায় ফিরছে শেখ জামাল।
দুই দলের ম্যাচটি
হয়েছে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে।
শুরু থেকে তাতে আধিপত্য দেখিয়েছে শেখ জামাল। দুই গোল করে ব্যবধান বাড়িয়ে
নেয় ম্যাচের প্রথমার্ধে। ম্যাচের ১১ মিনিটে হয়েছে প্রথম গোল। গাম্বিয়ার
সলোমান কিংয়ের শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়েছিলেন। কিন্তু ফিরতি বলে
সতীর্থ সোলায়মান সিল্লাহ দারুণ শটে জামালকে এগিয়ে নেন ১-০ তে।
বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। চট্টগ্রাম আবাহনী থেকে আসা নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ স্কোরলাইন ২-০ করেছেন।
বিরতির
পর অবশ্য নিজেদের ভুলের মাশুল দিতে হয়েছে শেখ জামালকে। তাতে ম্যাচে ফেরার
রসদও পেয়ে যায় বারিধারা। ৬৮ মিনিটে শেখ জামালের একজন খেলোয়াড় ফাউল করলে
তারা পায় পেনাল্টি। উজবেকিস্তানের মিডফিল্ডার ইভগেনি কোচনেভ স্পট কিক থেকে
লক্ষ্যভেদ করে স্কোরলাইন ২-১ করেছেন। তবে শেষ দিকে বারিধারা আর কোনও হুমকি
তৈরি করতে পারেনি। হারের তিক্ত স্বাদ নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।