ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতার জামিন মঞ্জুর
Published : Friday, 4 February, 2022 at 12:00 AM, Update: 04.02.2022 12:35:26 AM
চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতার জামিন মঞ্জুররণবীর ঘোষ কিংকর: পঞ্চম ধাপের ইউপি নির্বাচন এর সময় কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই এলাকায় ম্যাজিস্ট্রেট এর গাড়ীতে ইট পাটকেল ছোড়ার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত।
বুধবার (২ ফেব্রুয়ারী) সুপ্রিম কোর্টের হাই কোর্ড ডিভিশনের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমান এর বেঞ্চ আগামী ছয় সপ্তাহের জন্য ওই জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন- চান্দিনা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, বরকরই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হৃদয় মজুমদার, বরকরই ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া এবং বরকরই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ভুট্টু।
অপরদিকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) একই মামলায় উপজেলার মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. এরশাদুল হক কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন লাভের পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থোকে জামিনে মুক্তি লাভ করেন।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচন কে সামনে রেখে দায়িত্ব পালন কালে উপজেলার বরকরই এলাকায় ম্যাজিস্ট্রেট এর গাড়ীতে ইট পাটকেল ছোড়ার অভিযোগ এনে ৪ জনের নাম উল্লেখ ও ১শ জন কে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা এর অফিস সহকারী মো. মোস্তফা কামাল মুন্সী। এতে প্রধান আসামি করা হয় বরকরই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হৃদয় মজুমদার কে।