Published : Friday, 4 February, 2022 at 12:00 AM, Update: 04.02.2022 12:35:38 AM
সৌরভ মাহমুদ হারুন।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ টি বিভিন্ন ইউনিয়নের নির্বাচন ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও পুলিশ তাদের ভূমিকা পালন করে আসছে। বৈধ ভোটার ছাড়া কেউ যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সে জন্য বুড়িচং উপজেলা প্রশাসন ও থানা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে পাশাপাশি প্রতিদ্বন্দ্বি প্রার্র্থীদের আচরণবিধি ও করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়ে উপজেলার সব কটি ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনে যাতে কোনরূপ সহিংসতার সৃষ্টি হতে না পারে সে লক্ষ্যে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মতবিনিময় সভা ও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সকলের নিকট সুষ্ঠু ও সুন্দর করে গ্রহণের জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা
সম্পন্ন দায়িত্বের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসারের ব্যাপক সংখ্যাক অফিসার ও ফোর্স অবস্থান করবে। এছাড়া, প্রতিটি কেন্দ্রের আশে পাশে থাকা ম্যাজিস্ট্রেটগণ অবস্থান করবেন। নির্বাচনী আচরণবিধি লংঘন করলেই জেল, জরিমানা, ও তাদেরকে আটক করা হবে। কোন অস্ত্রধারী সন্ত্রাসী, কেন্দ্রে গোলযোগ সৃষ্টির পায়তারা ও নাশকতা সৃষ্টিকারী বহিরাগত সন্ত্রাসীদের প্রতি রয়েছে আরো কঠোর হুশিয়ারী বার্তা। অধিকন্তু, সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা বাহিনী ও অনুষ্ঠিতব্য নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের জন্য বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তাই গোলযোগ সৃষ্টিকারী কোন অস্ত্রধারী সন্ত্রাসী, কেন্দ্রে গোলযোগ সৃষ্টির অবৈধ পায়তারা ও নাশকতা করার মানসিকতা থাকলে আগে থেকেই সাবধান হওয়ার আহবান জানিয়েছেন।