Published : Friday, 4 February, 2022 at 12:00 AM, Update: 04.02.2022 12:37:08 AM
নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) মহাসচিব ড.সৈয়দ রেজাউল
হকের প্রতিষ্ঠিত চাঁদপুর শাহ দরবার শরীফের দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া
সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার মাঠ দখলের অভিযোগ এনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক
অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে
সংগঠনটির নেতা-কর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে
অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করেন। পরে সোয়া ১০ টার দিকে মহাসড়ক অবরোধের
চেষ্টা করেন। এ সময় সংগঠনটির অনেক নেতা-কর্মীকে মহাসড়কে শুয়ে থাকতে দেখা
যায়। পরে পুলিশের আশ্বাসে দেড় ঘন্টা পর মহাসড়ক থেকে যানচলাচলের প্রতিবন্ধতা
সরিয়ে নেয়া হয়।
সংগঠনটির নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লার লাকসামে
অবস্থিত দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদ্রাসা মাঠটি দখলের
চেষ্টা করছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। তারা
অভিযোগ করেন- মন্ত্রীর মদতে লাকসামের ইউএনও একেএম সাইফুল আলম এ কাজ করছেন।
তারা ইউএনওর অপসারণ দাবি করেন। যদি মাঠ দখল ছেড়ে না দেয় তাহলে খুব শীঘ্রই
সারা দেশব্যাপী বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতৃবৃন্দ আন্দোলনের ডাক দিবেন।
এ
সময় বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্মসচিব ও মুখপাত্র
আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ মুহাম্মদ আলী
হোসাইন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ বাহার শিপলু, আইন
বিষয়ক সম্পাদক এ্যাড. ফেরদৌস আহমেদসহ নেতৃবৃন্দ।
পরে অবরোধ স্থলে এসে
বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর
আহমেদ। পরে তারা বিক্ষোভ শেষ করে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি
প্রদান করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশিষ চৌধুরী বলেন, সকাল
সাড়ে ৯টায় তারা হঠাৎ সড়কে নেমে পড়ে। আমরা বহুবার আলোচনার পরেও তারা
থামেননি। পরে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ এসে তাদের আশ্বস্ত করলে
যান চলাচল স্বাভাবিক হয়।
অভিযোগের বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) সাইফুল আলম বলেন, আমরা যে ১১ শতক জায়গায় স্থাপনা নির্মাণ
করছি, সেটি সরকারের খাস খতিয়ানভুক্ত। এছাড়া এ বিষয়ে জেলা প্রশাসকও
বিস্তারিত জানেন। আমরা সরকারি জায়গায় আশ্রয়ণ প্রকপ্লের ঘর নির্মাণ করছি।
তারা কেন বিক্ষোভ করছেন, বুঝতে পারছি না।