সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় খুলনা। ইনিংসের প্রথম ওভারে স্কোর বোর্ডে মাত্র ১ রানে জমা করতেই দুই উইকেট হারায় খুলনা।
তৃতীয় উইকেটে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন সৌম্য। ১৮ বলে ২৩ রান করে ফেরেন ইয়াসির।
এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন সৌম্য সরকার। জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটারের জোড়া ফিফটির সুবাদে ৩ বলে দুই উইকেট হারানো সিলেট শেষ পর্যন্ত ১৮২/৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।
৬২ বলে চারটি বাউন্ডারি আর ৪টি ছক্কায় অপরাজিত ৮২ রান করেন ওপেনার সৌম্য সরকার। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৮ বল মোকাবেলা করে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সিলেটের জয়ের কোনো বিকল্প নেই। নিজেদের প্রথম ৬ ম্যাচে মাত্র একটিতে জিতে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পড়ে আছে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ২০ ওভারে ১৮২/৩ রান (সৌম্য সরকার ৮২*, মুশফিকুর রহিম ৬২*, ইয়াসির আলী ২৩)।