ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ইউপি নির্বাচনে জালভোট ও অনিয়মে জেল-জরিমানা
Published : Tuesday, 8 February, 2022 at 12:00 AM, Update: 08.02.2022 1:41:54 AM
কুমিল্লায় ইউপি নির্বাচনে জালভোট ও অনিয়মে জেল-জরিমানানিজস্ব প্রতিবেদক: সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও জালভোট এবং কেন্দ্রে অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে জরিমানা এবং অনাদায়ে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। আটকৃতদের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক ভুয়া ভোটারকে ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
জাল ভোট দেয়ার অভিযোগে ৫ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোট চলাকালীন সময়ে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিমসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পশ্চিমসিংহ রহমত ভূইয়া নূরানী মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, উপজেলার নারাচার গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে নুরুল ইসলাম (৩৫), একই গ্রামের বজলু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২), চিকুরিয়া গ্রামের আবুল কালাম আজাদ (২৭), পশ্চিমসিংহ গ্রামের আবুল কাশেমের স্ত্রী সালেহা বেগম (৩৫) এবং পারুয়ার গ্রামের আনোয়ার হোসেন (২৮)।  
নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল জানান, ভোট চলাকালীন সময়ে ইউনিয়নের পশ্চিমসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রাদানের সময় ৭ জনকে আটক করা হয়। পরে ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রম্যমান আদালত পরিচালনা করে নুরুল ইসলাম, রফিকুল ইসলাম ও কালাম আজাদসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানর টাকা প্রধান না করতে পারলে তাদেরকে ৭ দিন করে অনাদায়ের জেল খাটতে হবে। বাকী ৪ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
একই ইউনিয়নের পশ্চিমসিংহ রহমত ভূইয়া নূরানী মাদ্রাসা কেন্দ্র থেকে নূর জাহান আক্তার ও ছালেহা বেগম নামে দুই নারীকে জাল ভোট দেয়ার দায়ে আটক করা হয়েছে। তাদের মধ্যে নূর জাহানের বয়স ১৮ বছর না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছালেহা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও পারুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক এজেন্ট নিজের অবস্থান ত্যাগ করায় তাকেও ৫ হাজার টাকা জরিমান করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল জানান।  
এদিকে প্রিসাইডিং কর্মকর্তা রিপন সরকার জানান, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে জালভোট দেওয়ার চেষ্টাকালে চার যুবককে আটক করেছে পুলিশ।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুভাশীষ ঘোষ জানান, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নে মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়। এ সময় ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। তিনি এক প্রার্থীর পক্ষে ভোট ক্রয়ের চেষ্টা করছিলেন।