ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
Published : Thursday, 10 February, 2022 at 9:18 PM, Update: 10.02.2022 9:23:51 PM

অনুসন্ধান কমিটিতে (সার্চ কমিটি) নামের তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ চিঠি পৌঁছে দেওয়া হয়।

তবে বিএনপি অনুসন্ধান কমিটিতে কোনো নামের তালিকা দেবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এর আগেও দলের মহাসচিব তা জানিয়েছেন। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সিদ্ধান্তও নাম না দেওয়ার পক্ষে।

সার্চ কমিটিতে নাম প্রস্তাব করা প্রসঙ্গে গত ৭ ফেব্রুয়ারি মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে নাম দেওয়া আমাদের কাছে মূল্যহীন, অর্থহীন। আমরা গতবার ও তার আগেরবার অভিজ্ঞতা থেকে দেখেছি সরকার নিজেদের পছন্দের লোকদের দ্বারা নির্বাচন কমিশন গঠন করেছে। কাজেই এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা চাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটিকে কিভাবে মূল্যায়ন করছেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করার তাই করছে। নির্বাচন কমিশন গঠন আইন তৈরি করেছে, সার্চ কমিটি গঠন করেছে, গতবার ও তার আগেরবার যেভাবে করেছে সেইভাবে জাস্ট একটা খোলস লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে তারা আইন তৈরি করেছে। তারা সার্চ কমিটি গঠন করেছে যেন ‘ওল্ড ওয়াইন নিট বোতল’।

তিনি বলেন, সরকার (তারা) বলবে আমরা আইন তৈরি করেছি, আমরা সবার মতামত নিয়ে করেছি। তারপর দেখা যাবে নিজেদের মত লোকদের নিয়ে করাবে। ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গঠিত সার্চ কমিটির বেশিরভাগ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। একজন আছেন যিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এই ধরনের সার্চ কমিটি তারা তৈরি করবে বলেই আমরা রাষ্ট্রপতির সংলাপে যাইনি, যাওয়ার প্রয়োজন মনে করিনি। আমরা আগেও বলেছি এখনও বলছি নির্বাচন কমিশন যদি আওয়ামী লীগ সরকারের অধীনে হয় সেটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হবে না। তাদের গ্রহণযোগ্যতা থাকবে না, তারা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। কারণ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, হতে পারেনা। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না।'