ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আসিফের মতো উপমহাদেশে আর কেউ গাইতে পারেন না: কবীর সুমন
Published : Friday, 11 February, 2022 at 11:58 PM
আসিফের মতো উপমহাদেশে আর কেউ গাইতে পারেন না: কবীর সুমননিজস্ব প্রতিবেদক: ‘জীবনসায়াহ্নে আসিফ আকবর আমায় আমার উপযুক্ত সম্মান দিয়েছেন’ উল্লেখ করে উপ মহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও দুই বাংলার কিংবদন্তী গায়ক কবীর সুমন মন্তব্য করেছেন- ‘আসিফের মতো বড় গলায় উপযুক্ত উচ্চারণে ও সুরেছন্দে আধুনিক গান এই উপমহাদেশে আর কেউ গাইতে পারেন বলে আমি মনে করি না।’

মনিষা দাসগুপ্তের এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন কবির সুমন।

পরে বিষয়টি নিজের ফেসবুক পেজে শেয়ার করে ভালোগার কথা জানান ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত গায়ক আসিফ আকবর। পোস্টে আসিফ লিখেন- ‘শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন যখন আমার মত অধমকে নিয়ে কমেন্ট করেন, জীবনটাকে অনেক উপভোগ্য মনে হয়...’

আসিফের মতো উপমহাদেশে আর কেউ গাইতে পারেন না: কবীর সুমনমনিষা দাসগুপ্তের ওই পোস্টের কমেন্টে কবীর সুমন লিখেন- ‘আমার জীবনসায়াহ্নে আসিফ আকবর আমায় আমার উপযুক্ত সম্মান দিয়ে আমার লেখা, সুর করা গান চেয়ে নিয়েছেন। মাঝেমাঝেই তাঁকে হোয়াটস্যাপে ভয়েস নোটের মাধ্যমে জানিয়েছি কিরকম গায়কি আমার চাই। এ্যারেঞ্জমেন্ট এর আইডিয়াও দিয়েছি কয়েকবার।- আসিফ গাইবেন বলেই গান লিখেছি সুর করেছি আমি। তাঁর মতো বড় গলায় উপযুক্ত উচ্চারণে ও সুরেছন্দে আধুনিক গান এই উপমহাদেশে আর কেউ গাইতে পারেন বলে আমি মনে করি না।’

কবির সুমন ফিরতি কমেন্টে আরো লিখেন- ‘উজ্জ্বল সিনহা এর আগেও আসিফের গাওয়া আমার রচনার রেকর্ডিং এ এ্যারেঞ্জমেন্ট করেছেন। তাঁর কাজ আমার ভালো লাগে।’