বুড়িচংয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৭৫ জন
Published : Monday, 14 February, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
গতকাল ১৩ ফেব্রুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলার এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭৭৫ জন। এর মধ্যে মাদ্রাসার চেয়ে কলেজে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কলেজে বেশী।
বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান জানান-এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার ১০টি বিভিন্ন কলেজ থেকে ২ হাজার ৫ শত ৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ৫ শত ৫৭ জন পরীক্ষার্থী পাস করেছে। অনুত্তীর্ণ হয়েছে ১৩ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৭৩৬ জন। পাশের হার: ৯৯’৪৯%। এর মধ্যে
সোনার বাংলা কলেজ সর্বোচ্চ সংখ্যক ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে। পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ থেকে ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পরীক্ষার্থী পাসসহ ১৯৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ থেকে ৪১৯ জন পরীক্ষার্থী থেকে ৪১৮ জন পরীক্ষার্থী পাস ১৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ থেকে ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১১ জন পরীক্ষার্থী পাস সহ ২৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজ থেকে এবার ৫১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৫১ পাস করে। কলেজ শত ভাগ পাস করায় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের চৌধুরী চেয়ারম্যান বলেন, কলেজের এ ধারাবাহিকতা যেন অব্যহত থাকে সে জন্য সকল শিক্ষক যেন নজর রাখে তার ব্যবস্থা করব। আগামীতে কলেজের শিক্ষার মান এবং মানসম্মত শিক্ষক নিয়োগ দেয়া হবে। বর্তমানের শিক্ষকসহ সকলের সমন্বয় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এলাকায় একটি উন্নত আধুনিক মডেল মান সম্মত কলেজ হিসেবে গড়ে তুলবো। প্রয়োজনে যা যা করার লাগে আমি তাই করব।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন উপজেলার ১৪ টি মাদ্রাসা থেকে মোট ৪৯৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে এর মধ্যে থেকে ৪৬৮ জন পাস করেছে। অনুত্তীর্ণ হয়েছে ২৫ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। পাসের হার: ৯৪.৯২%। এর মধ্যে কোরপাই কাকিয়ারচর ফাজিল মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ ১৭টি জিপিএ-৫ পেয়ে উপজেলা ভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির শীর্ষে অবস্থান করছে। খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ ৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা ভিত্তিক
দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কংশনগর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৪ টি জিপিএ-৫ এবং শিকারপুর দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা থেকে শতভাগ পাসসহ ৪টি জিপিএ-৫ পেয়ে সমঅবস্থানে রয়েছে। এছাড়া, কারিগরি শিক্ষা
বোর্ডের অধীন এইচএসসি (বিএম) পরীক্ষায় ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি থেকে ৭টি জিপিএ-৫ পেয়ে উপজেলা ভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির শীর্ষে অবস্থান করছে। পাসের হার: ৯৭.৯৫%। এদিকে, কালিকাপুর অবদুল মতিন খসরু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ও উপাধ্যক্ষ মো. জামাল হোসেন সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।