ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনার ৬ প্রতিষ্ঠানে শতভাগ পাশ
Published : Monday, 14 February, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬টি প্রতিষ্ঠান শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। রবিবার (১৩ ফেব্রুয়ারী) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলার ৭টি কলেজ ও ৮টি মাদ্রাসা থেকে ২ হাজার ১০৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২১৯টি জিপিএ-৫ সহ ৯৬.৩৫ শতাংশ হারে পাশ করে ২ হাজার ৬২ শিক্ষার্থী। এর মধ্যে ৩টি কলেজ ও ৩টি মাদ্রাসায় শতভাগ পাশের গৌরব অর্জন করে।
৭টি কলেজ থেকে ১ হাজার ৬৮৬জন পরীক্ষা দিয়ে ১৯২টি জিপিএ-৫সহ ৯৯.১৬ শতাংশ হারে ১ হাজার ৬৭২জন এবং ৮টি মাদ্রাসা থেকে ৪১৮জন পরীক্ষা দিয়ে ২৭টি জিপিএ-৫সহ ৯৩.৫৪ শতাংশ হারে ৩৯০জন পাশ করে।
শতভাগ পাশের ৩টি কলেজের মধ্যে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ৩৩৭জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৬টি জিপিএ-৫সহ শতভাগ পাশ করে, দোল্লাই নোয়াবপুর ডিগ্রি কলেজের ৩০৫জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪১টি জিপিএ-৫সহ শতভাগ পাশ করে, কেরণখাল স্কুল এন্ড কলেজ থেকে ৬০জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৫টি জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে।
শতভাগ পাশের তালিকায় থাকা ৩টি মাদ্রাসার মধ্যে আবেদানূর ফাজিল মাদ্রাসা থেকে ৪২জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৬টি জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে, বড়ইয়াকৃষ্ণপুর ফাজিল মাদ্রাসা থেকে ৩৫জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২টি জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে ও  নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৬৮জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১টি জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে।
এছাড়া চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সর্বোচ্চ ৮৮টি জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা। ওই কলেজের ৩৭৬জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮.৯৩ শতাংশ হারে পাশ করেছে ৩৭২জন। শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে ১৪৩জন পরীক্ষার্থীর মধ্যে ১৪টি জিপিএ-৫ সহ ৯৯.৩০ শতাংশ হারে পাশ করেছে ১৪২জন, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ থেকে ৩৩৬জন পরীক্ষা দিয়ে ১৪টি জিপিএ-৫সহ ৯৮.২১ শতাংশ হারে পাশ করেছে ৩৩০জন, আবেদানূর বিজনেস ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট থেকে ১২৯জন পরীক্ষা দিয়ে ৪টি জিপিএ-৫সহ ৯৭.৬৭ শতাংশ হারে ১২৬জন পাশ করে।
উপজেলার আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ১৪৫জন পরীক্ষা দিয়ে ৫টি জিপিএ-৫সহ ৯৩.১০ শতাংশ হারে ১৩৫জন, হারং আলিম মাদ্রাসা থেকে ১৮জন পরীক্ষা দিয়ে ৬৬.৬৬ শতাংশ হারে ১২জন, তীরচর আতিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৩০জন পরীক্ষা দিয়ে ৯৬.৬৬ শতাংশ হারে ২৯জন, লক্ষীপুর আলিম মাদ্রাসা থেকে ৩৪জন পরীক্ষা দিয়ে ২টি জিপিএ-৫সহ ৯১.১৭ শতাংশ হারে ৩২জন, পানিপাড়া আলিম মাদ্রাসা থেকে ৬৬.৬৬ শতাংশ হারে ১৪জন, বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৫জন পরীক্ষা দিয়ে ১টি জিপিএ-৫সহ ৯৬ শতাংশ হারে ২৪জন পাশ করে।