তিননদী পরিষদের ৩৯তম আসরের ১৩তম দিনের অনুষ্ঠান
Published : Monday, 14 February, 2022 at 12:00 AM
শ্যামল বড়ুয়া ববি ||
তিননদী পরিষদের ২১ দিনব্যাপি অনুষ্ঠানের ১৩তম দিন গতকাল কুমিল্লা নগর শিশু উদ্যানের জামতলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক।
আরো বক্তব্য রাখেন এডভোকেট মাহবুবুর রহমান, নারী নেত্রী রোটারিয়ান দিলনাশি মহসিন, সাংবাদিক মাহবুবুল আলম বাবু, প্রথম আলো কুমিল্লা প্রতিনিধি গাজিউল হক সোহাগ, প্রত্যয় এর মাহমুদা আক্তার, এইড এর রোকেয়া বেগম শেফালী, সৃষ্টি এর সালমা আক্তার, ওয়াইডব্লিউসি এ এর সম্পাদক আইরীন মুক্তা অধিকারী।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। উপস্থাপনায় অধ্যাপক রাহুল তারণ পিন্টু।
অনুষ্ঠানে গান করেন সৃষ্টি এর সালমা আক্তার ও দিলনাশিন মহসিন, আবৃত্তি করেন আইরীন মুক্তা অধিকারী ।
‘অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে গ্রাম পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে’
ইসমাইল নয়ন।।
গ্রাম পুলিশ জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এলাকার খবর নেওয়া থেকে শুরু করে আসামিদের সঠিক ঠিকানা পর্যন্ত তথ্য পৌঁছে দেয় পুলিশের কাছে। গ্রাম পুলিশদের মনোবল ঠিক রাখতে তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে হবে। এলাকায় মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত রাখতে তারা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
রবিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা কমপ্লেক্সে গ্রাম পুলিশদের চৌকিদারী প্যারেড অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের উদ্দেশ্যে থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা এ কথা বলেন।
তিনি আরো বলেন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিদের খোঁজখবর নেওয়া, থানা এলাকায় চুরি ও ডাকাতি না হয় সে বিষয়ে সতর্ক ও পুলিশকে আগাম তথ্য দিতে হবে। পরে থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা উপস্থিত গ্রাম পুলিশদের মাঝে স্বীকৃতিস্বরুপ পুরষ্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন থানা (তদন্ত) কর্মকর্তা নাজমুল হাছানসহ থানার অফিসারবৃন্দ।