ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বোর্ডসেরা সাফল্যে সমুজ্জ্বল সোনার বাংলা কলেজ
Published : Monday, 14 February, 2022 at 12:00 AM, Update: 14.02.2022 12:38:25 AM
বোর্ডসেরা সাফল্যে সমুজ্জ্বল সোনার বাংলা কলেজকুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে টানা ১০ বার শতভাগ পাস করে অসাধারণ সাফল্যের রেকর্ড গড়েছে। এ বছর ৪১৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং ২৪৪ জন জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বিজ্ঞান বিভাগের ১৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৪৩ জন, মানবিক বিভাগের ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৩৯ জনের মধ্যে ৩৫ জন জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সোনার বাংলা কলেজের শিক্ষার্থীরা প্রতিবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নজরকাড়া সাফল্য অর্জন করে আসছে। একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এ কলেজের শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে সক্ষম হয়েছে।
শিক্ষার্থীদের ধারাবাহিক অসাধারণ সাফল্য অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে কলেজের সুযোগ্য গভর্ণিং বডি, সম্মানিত অভিভাবকমন্ডলী ও শুভানুধ্যায়ীদের প্রতি এবং বিশেষভাবে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।