ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে যেভাবে
Published : Monday, 14 February, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীরা আগামী ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফল পুনঃনিরীক্ষণের জন্য শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে জঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে।
পরে জঝঈ লিখে স্পেস দিয়ে ণঊঝ লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফলাফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের (যে সব বিষয়ের পরীক্ষা হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে।
একই বিষয়ের দুই পত্রের মধ্যে একটি কিংবা দুটির জন্যই আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে।
১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে বলে আগেই জানিয়েছিল শিক্ষাবোর্ডগুলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন। পরে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে।
এবার পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী, তাদের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।