ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রয়াত সহকর্মীকে পুরস্কার উৎসর্গ করলেন সিয়াম
Published : Tuesday, 15 February, 2022 at 8:06 PM
প্রয়াত সহকর্মীকে পুরস্কার উৎসর্গ করলেন সিয়ামচলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, এবার ২৭টি ক্যাটাগরিতে ৩১ জনকে এই স্বীকৃতি জানানো হচ্ছে।

এতে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সিয়াম আহমেদ। ২০২০ সালের ‘বিশ্বসুন্দরী’ ছবির জন্য তিনি হয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা। এই প্রাপ্তির দিনে স্মরণ করলেন একই ছবির প্রয়াত কোরিওগ্রাফার সহিদুর রহমানকে। তিনিও পেয়েছেন সেরার পুরস্কার। 

সিয়াম জানান, সহিদুরকে তিনি তার পুরস্কারটি উৎসর্গ করছেন।

এই তারকা বলেন, ‘‘প্রথমেই ‘বিশ্বসুন্দরী’ টিমের প্রতিটা সদস্য এমনকি প্রডাকশন বয়- সবাইকে ধন্যবাদ। আমাদের টিম মেম্বার কোরিওগ্রাফার সুমন ভাইকে (সহিদুর রহমান) এ পুরস্কার উৎসর্গ করতে চাই। তিনি শুটিংয়ের সময় বারবার বলতেন জাতীয় পুরস্কার অনেক বড় বিষয়, এটা দায়িত্ব বাড়িয়ে দেয়। এ মানুষটি এবার পুরস্কার পেয়েছেন। কিন্তু দেখে যেতে পারলেন না। খুব মিস করছি তাকে।’

এই চিত্রনায়ক আরও যোগ করে বলেন, ‘পরিবারের জন্য খুব ভালো লাগছে। নিজের জন্য যতটা ভালো লাগছে, তার চেয়েও তাদের কথা ভেবে ভালো লাগছে। এটা তাদের এক স্বপ্ন ছিল। এই কৃতিত্ব সবার।’

এবার ২৭টি ক্যাটাগরিতে ৩১ জনকে এই সম্মান জানানো হচ্ছে। সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ ছবি ৮টি পুরস্কার জিতেছে।