Published : Wednesday, 16 February, 2022 at 12:00 AM, Update: 16.02.2022 1:35:04 AM

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবারও ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে। গত রোববার প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫১ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১১ জন শিক্ষার্থী। এছাড়া এ কলেজের ভোকেশনাল শাখা থেকে ৮৭ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে।
কলেজ সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি’র ফলাফলে সেরা কলেজের তালিকায় থাকা মফস্বলের অন্যতম বিদ্যাপীঠ। এ বছর সেরাদের তালিকায় না হলেও নিজেদের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে এই কলেটি। গত রোববার দুপুরে ফলাফলের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ প্রাঙ্গণে ছুটে আসে। শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে সাফল্য উদ্যাপন করে।
মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, সারা আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এবং শিক্ষার্থীদের আন্তরিকতায় এবারও আমাদের ফলাফল অনেক ভালো।
ভালো ফলাফলের বিষয়ে অনুভূতি প্রকাশ করে কলেজটির অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন বলেন, কুমিল্লার প্রত্যান্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কলেজটি বদ্ধ পরিকর। এ কলেজটির প্রতিষ্ঠাতা ও প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এমনকি ম্যানেজিং কমিটির সদস্যরা সবাই মিলে বছরজুড়ে সচেষ্ট থাকে লেখাপড়ার মানোন্নয়নে। যে কারনে কলেজটি প্রতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে অসাধারণ ফলাফল করতে সক্ষম হয়।