ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় আ’লীগ নেতা সেলিম রেজার ইন্তেকাল
Published : Wednesday, 16 February, 2022 at 12:00 AM, Update: 16.02.2022 1:35:07 AM
চান্দিনায় আ’লীগ নেতা সেলিম রেজার ইন্তেকালরণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় আওয়ামীলীগ নেতা মো. সেলিম রেজা (৪৫) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া .... রাজিউন)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ি চান্দিনা উপজেলার মন্তারহাটখোলা গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সেলিম রেজা চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ওই ইউনিয়নের মন্তারহাটখোলা গ্রামের মরহুম আবদুর রহিম এর ছেলে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও  চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মঙ্গলবার রাত ৯টায় মন্তারহাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।