ম্যাচের প্রথম দশ মিনিট গোল না পাওয়া কোনও স্ট্রাইকারের জন্য দুশ্চিন্তার কিছু না। কিন্তু ব্যাপারটা যদি ৫৩৭ মিনিট হয় আর স্ট্রাইকার রোনালদোর মতো কেউ হন। তাহলে সেটি অবশ্যই হতবাক করার মতো! এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেওয়া রোনালদো স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কাল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে গোল করে দীর্ঘ সময়ের খরা কাটিয়েছেন।
প্রিমিয়ার লিগে এই ম্যাচের আগে রোনালদো গোল পাননি ৫৩৭ মিনিট। ২০০৯ সালে ম্যানইউ ছাড়ার পর যা তার ক্লাব ক্যারিয়ারের অন্যতম লম্বা সময় গোল খরার নজির! অবশ্য এর চেয়েও বেশি সময় গোলশূন্য থাকার নজির তার আছে। রিয়াল মাদ্রিদে ২০১০ সালে ৫৪৬ মিনিট গোলশূন্য ছিলেন। কিন্তু ব্রাইটনের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এই নজিরকেও ছাড়িয়ে যেতে হয়েছে প্রথমার্ধ গোল শূন্য থাকায়। সব মিলিয়ে ৫৮৭ মিনিট পর দেখা পেয়েছেন গোলের। যা তার ক্যারিয়ারে প্রায় সাড়ে ১১ বছরের বেশি সময়ে আর দেখা যায়নি।
অনাকাঙ্ক্ষিত ব্যাপারটার ইতি ঘটান পর্তুগিজ ফরোয়ার্ড-ই। ম্যাচের ৫১ মিনিটে তার গোলেই ১-০ গোলের অগ্রগামিতা পায় ম্যানইউ। স্কট ম্যাকটমিনের ক্রস পেয়ে ব্রাইটনের জটলা পাকানো রক্ষণ দারুণভাবে পাশ কাটিয়েছিলেন। তার পর ডানপ্রান্ত দিয়ে বাঁকানো শটে কাঁপিয়েছেন জাল। প্রতিপক্ষ গোলকিপার কোনও সুযোগই পাননি!
এর কয়েক মিনিট পরে ১০ জনের দলে পরিণত হয় ব্রাইটন। শেষ দিকে ইনজুরি টাইমে (৯০+৭ মিনিটে) স্কোর ২-০ করেন ব্রুনো ফার্নান্দেস।
রোনালদোর গোলে ফেরার দিনে আবার সেরা চারে থাকার সম্ভাবানও উজ্জল হয়েছে ম্যানইউর। ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে গেছে তারা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।