ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেই মিলবে ১১ কোটি টাকার বেশি!
Published : Wednesday, 16 February, 2022 at 1:59 PM
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেই মিলবে ১১ কোটি টাকার বেশি!নারী ক্রিকেটের উন্নয়নে আরও একধাপ এগিয়ে গেলো আইসিসি। প্রাইজমানি বাড়ানো হয়েছে মেয়েদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের। ২০২২ সালের বিশ্বকাপ জয়ীদের জন্য প্রাইজমানি ধরা হয়েছে ১৩ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৩৪ লাখ ২২ হাজার টাকার কিছু বেশি। যা ২০১৭ আসরের দ্বিগুণ!

সার্বিকভাবে প্রাইজমানি বেড়েছে ৭৫ শতাংশ। তাতে ৮ দলের সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে মোট ৩৫ লাখ ডলার। গত আসর থেকে যার পরিমাণ ১৫ লাখ ডলার বেশি।

এবারের আসরে রানার্স আপ দল পাবে ৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় দাঁড়াচ্ছে ৫ কোটি ১৫ লাখ ৫৫ হাজার টাকার বেশি। গত আসর থেকে বাড়ানো হয়েছে ২ লাখ ৭০ হাজার ডলার।

সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে ৩ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকার বেশি।

গ্রুপ পর্ব থেকে চারটি দল বিদায় নিলেও খালি হাতে ফিরছে না কেউ! তাদের দেওয়া হবে ৭০ হাজার ডলার করে। যার পরিমাণ ৬০ লাখ ১৪ হাজার টাকার বেশি।

বাছাই পর্ব উতরে এবারই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। রাউন্ড রবিন পদ্ধতিতে আগামী ৪ মার্চ শুরু হবে ৫০ ওভার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচ ১৪ মার্চ, পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।