ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অনিয়ম রোধে সাব-রেজিস্ট্রারের কার্যকরী পদেক্ষপমনোহরগঞ্জে ভূমি নিবন্ধন কার্যক্রমের স্বচ্ছতায় সন্তোষ
Published : Thursday, 17 February, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক॥
কুমিল্লার মনোহরগঞ্জে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ভূমি নিবন্ধন কার্যক্রমের স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ উপজেলায় স্থায়ী ভাবে নিযুক্ত সাব-রেজিস্ট্রারের সক্রিয় কার্যক্রমে জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। এর আগে দীর্ঘদিন ধরে মনোহরগঞ্জে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য থাকায় রাজস্ব বঞ্চিত হয়েছিলো সরকার। পাশাপাশি জমি ক্রেতা-বিক্রেতাদেরও পোহাতে হয়েছে চরম ভোগান্তি। ফলে গত কয়েক বছর ধরে মনোহরগঞ্জে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে একজন সৎ, যোগ্য সাব-রেজিস্ট্রার স্থায়ীভাবে নিয়োগ দেয়ার দাবি জানিয়ে আসছিলো স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, মনোহরগঞ্জে সাব-রেজিস্ট্রার না থাকায় পার্শ্ববর্তী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারকে দিয়ে চলতো এ উপজেলার ভূমি নিবন্ধন কার্যক্রম। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে সপ্তাহে এক/দুইদিনের বেশি উপস্থিত থাকতেন না দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার। ফলে নির্দিষ্ট দিনে জমি রেজিস্ট্রি না হওয়ায় চরম ভোগান্তির শিকার হতেন দূর-দূরান্ত থেকে আসা লোকজন। ভূমি নিবন্ধনে সময়ক্ষেপণের কারণে রাজস্ব বঞ্চিত হতো সরকার। এমতাবস্থায় মনোহরগঞ্জে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় মনোহরগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে স্থায়ী ভাবে একজন সাব-রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়। ফলে এ উপজেলায় জনসাধারণের ভোগান্তির অবসান ঘটে সক্রিয়তা ফিরে আসে ভূমি নিবন্ধন কার্যক্রমে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মনোহরগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা রয়েছে। স্থায়ী ভাবে নিযুক্ত সাব-রেজিস্ট্রার নুরজাহান রহমান সেবাগ্রহিতাদের সাথে সবসময় সদাচরণ করেন।
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার নুরজাহান রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের মেয়ে। তিনি ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার পদে ২০২১ সালের ২৫ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি এ উপজেলায় ভূমি নিবন্ধন সেবায় জনভোগান্তি দূরীকরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামের সৌদি প্রবাসী শাহাজাহান, বিপুলাসার ইউনিয়নের কাঁচি গ্রামের পারভেজ মোশারফ ও লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের বেলাল হোসেনসহ মনোহরগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে আসা বেশ কয়েকজন সেবাগ্রহীতার সাথে কথা হলে তারা জানান, ক্রয়কৃত সম্পত্তি নিজের নামে নিবন্ধন করতে তারা মনোহরগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে দ্রুত সময়ে নিবন্ধন করতে সক্ষম হয়েছেন। এ ক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হয়নি।
মনোহরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন জানান, জনসাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থায়ী ভাবে সাব-রেজিস্ট্রার নিযুক্তের পর থেকে মনোহরগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অনিয়ম-দুর্নীতিসহ কোনো ধরণের জনভোগান্তির অভিযোগ নেই। কার্যালয়ে নিয়মিত উপস্থিত থেকে ভূমি নিবন্ধন সেবাকে সুলভ করেছেন সাব-রেজিস্ট্রার নুরজাহান রহমান।