ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সোনার গহনাপ্রীতি যে কারণে
Published : Thursday, 17 February, 2022 at 12:00 AM, Update: 17.02.2022 1:36:49 AM
সোনার গহনাপ্রীতি যে কারণেবাপ্পী লাহিড়ির নাম এলেই গানের সঙ্গে হাতে-গলায় সোনার গহনায় জড়ানো ছবিই সবার চোখে ভাসে। এই গহনাপ্রীতি তাকে ‘গোল্ডম্যান’ খ্যাতি যেমন দিয়েছে, তেমনি নানা উপহাসও সইতে হয়েছে। কিন্তু সোনার গহনা পরা ছাড়েননি তিনি।
বলিউডের ‘ডিসকো ড্যান্সার’ খ্যাত এই গায়ক, সুরকার বুধবার মারা যাওয়ার পর তার সোনার গহনা প্রীতির বিষয়টি আবার এসেছে আলোচনায়।
কী কারণে সোনার গহনা পরতেন, তা নিয়ে ৬৯ বছরের জীবনে অনেকবারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাপ্পীকে। তার উত্তরও দিতে হয়েছে বারবার।
২০০৯ সালে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাপ্পী বলেছিলেন এই সোনার গহনার সঙ্গে তার মায়ের জড়িয়ে থাকার কথা।
জখমি সিনেমার গানের রেকর্ডিংয়ের সময় তার মা তাকে একটি স্বর্ণের চেইন দিয়েছিলেন, যাতে ঈশ্বরের নামের একটি লকেট ছিল। সেই থেকেই তার স্বর্ণের সঙ্গে পথচলা।
“স্বর্ণ আমার লাকি চার্ম। বিয়ের পর মিসেস লাহিড়িও বলেছিলেন স্বর্ণ ভাগ্য বয়ে আনে। এরপর আমার বিবাহিত জীবন যতই অতিবাহিত হয়েছে, আমার স্বর্ণের চেইন ততই বড় হয়েছে।”
“তবে হ্যাঁ, আমার গলার স্বর্ণের গণপতির চেইন টি আমাকে নিরাপদে রাখে,” বলেছিলেন তিনি।
এরপর টেলিভিশনের মিউজিক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডেলের বিচারকের আসনে বসা বাপ্পীকে একই প্রশ্ন করেছিলেন এক প্রতিযোগী।
তখনও তিনি বলেছিলেন, ‘‘আমার প্রথম ছবি জখমি দারুণ সফল হয়েছিল। তাতে মা একটা সোনার হার উপহার দিয়েছিলেন। তারপর থেকে সোনা আমার কাছে সৌভাগ্যের প্রতীক হয়ে গিয়েছিল।”
আমেরিকান রক স্টার এলভিস প্রিসলির ভক্ত ছিলেন বাপ্পী। এলভিস সোনার ক্রস পরতেন, তাও অনুসরণ করেছিলেন বাপ্পী।
‘কিং অব রক অ্যান্ড রোল’কে অনুসরণের কথা জানিয়ে আরেক সাক্ষাৎকারে বাপ্পী বলেছিলেন, “এলভিস প্রিসলি যেভাবে নিজের ভাবমূর্তি তৈরি করেছিলেন, তাতে একেবারে মুগ্ধ ছিলাম। ভেবেছিলাম, আমাকেও তার মতো নিজের পরিচিতি গড়ে তুলতে হবে।”
২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন বাপ্পী। তখন সম্পত্তির হলফনামায় নিজের সোনার গয়নার হিসাবও দিতে হয়েছিল তাকে।
তাতে তিনি জানিয়েছিলেন, ৭৫৪ গ্রাম সোনার গয়না রয়েছে তার। সঙ্গে ৪.৬২ কিলোগ্রামের রুপার গহনাও রয়েছে। আছে চার রাখ টাকার একটি হিরের আংটিও।
এটা সাত বছর আগের কথা, তারপর বাপ্পীর গহনার বাক্স আরও সমৃদ্ধ হওয়ারই কথা।
বাপ্পীর ‘গোল্ড ম্যান ইমেজ’ নিয়ে অনেকে কটূ মন্তব্য করতেন। তাতে বিরক্ত হতেন না তিনি।
“আমি জানি, লোকেরা আমাকে নিয়ে মজা করে। কিন্তু স্বর্ণ আমার জন্য ভাগ্য সহায়ক। এটা আমার পরিচয়, ঠিক আমার সঙ্গীতের মতো,” ইন্ডিয়ান এক্সপ্রেসকে ২০১১ সালে বলেছিলেন তিনি।