ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার সাফল্যের বোলিং নায়ক মোস্তাফিজ
Published : Sunday, 20 February, 2022 at 12:00 AM
বিপিএলের অষ্টম আসর শেষ হয়েছে। শুক্রবার ফাইনালে ফরচুন বরিশালকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের শিরোপা জয়ের বোলিং নায়ক মোস্তাফিজুর রহমান।
তিনি বিপিএলের ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। হয়েছেন এবারের আসরের সর্বোচ্চ শিকারি। তার গড় ছিল ১৩.৪৭। ইকোনোমি ৬.৬২। স্ট্রাইক রেট ১২.২। পুরো টুর্নামেন্টে ৩৮.৪ ওভার বল করে তিনি ২৫৬ রান দিয়েছেন।
ফাইনালে তিনি ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ১টি উইকেট নেন। তার আগে দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নেন ১৩ রান দিয়ে নেন ১টি উইকেট। এবারের আসরে তার সেরা পারফরম্যান্স ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট। যা বিপিএলের এবারের আসরেরও সেরা বোলিং ফিগার ছিল।
লিগ পর্বের ম্যাচে সেটাও তিনি নিয়েছিলেন চট্টগ্রামের বিপক্ষে। এ ছাড়া সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।
২ উইকেট নিয়েছেন ৩ বার। তার মধ্যে একবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৬ রানের বিনিময়ে। খুলনা টাইগার্সের বিপক্ষে ১৬ রানের বিনিময়ে আর সিলেট সানরাইজার্সের বিপক্ষে নিয়েছিলেন ১৫ রানের বিনিময়ে।