দেবিদ্বারে চতুর্থ শিল্প বিপ্লব ও ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ক কর্মশালা
Published : Sunday, 20 February, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার||
কারিগরি শিক্ষার মাধ্যমে বেকার সমস্যা সমাধানের নানা উপায় নিয়ে কুমিল্লার দেবিদ্বারে ‘চতুর্থ শিল্প বিপ্লব ও ভবিষ্যৎ কর্মসংস্থান’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বারের হাজী মো. ফজলুল হক পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে শুক্রবার উপজেলার নুরপুর এলাকায় এ কর্মশালার আয়োজন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রকিব উল্লাহ।
আরও বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ, হাজী মোঃ ফজলুল হক পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল হক মাষ্টার, দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার, ধামতী কামিল মাদরাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিন, দুয়ারিয়া এ জি মডেল একাডেমির অধ্যক্ষ মো. আবু সেলিম ভুঁইয়া ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক প্রমুখ। কর্মশালায় উপজেলার ৬৭ টি স্কুল ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।