ক’দিন আগেও লিওনেল মেসি আর বার্সেলোনা ছিলো সমার্থক শব্দ। তবে সেই সম্পর্কে চিড় ধরেছে, মেসি বার্সেলোনা ছেড়ে চলতি মৌসুমেই থিতু হয়েছেন প্যারিস জায়ান্ট পিএসজিতে। এর মাঝে কেটে গেছে ছয় মাসের বেশি সময়। সেখানেই চলছে মেসির নিজেকে মানিয়ে নেওয়ার লড়াই।
এদিকে মেসিকে খোয়ানোর পর ধুঁকছে বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ থেকে নেমে গেছে ইউরোপা লিগে। লা লিগায়ও সুবিধা করতে পারছেন না জাভির বার্সেলোনা। তাই এমন খারাপ সময়ে বার্সেলোনা নাকি মেসিকে খুব মিস করছে। দলটির তরুণ মিডফিল্ডার ডি ইং কোনো রাখঢাক না রেখে সেকথা স্বীকারও করেছেন।
গণমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, শুরুতে মনে করেছিলাম, মেসির ক্লাব ছাড়ার মিথ্যা। বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়ে জানলাম মেসি চলে যাচ্ছেন। পরেই বুঝতে পারলাম, ঘটা সত্যি।