ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোয়াইটওয়াশ এড়াতে শ্রীলঙ্কার লক্ষ্য ১৫৫ রান
Published : Sunday, 20 February, 2022 at 2:05 PM
হোয়াইটওয়াশ এড়াতে শ্রীলঙ্কার লক্ষ্য ১৫৫ রানসিরিজ নিশ্চিত হয়েছে আগেই। পরপর চার ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি স্বাগতিকদের।

আগে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দাঁড় করিয়েছে ১৫৪ রানের সংগ্রহ। সান্ত্বনার জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াতে শ্রীলঙ্কাকে করতে হবে ১৫৫ রান।

লঙ্কানদের হোয়াইটওয়াশ করার মিশনে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল যাচ্ছেতাই। ইনিংসের ৫ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (১২ বলে ৮) ও বেন মেকডারমট (১৩ বলে ৩)।

এমন শুরুর পর পাওয়ার প্লের ছয় ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে মাত্র ২২ রান। সেখান থেকে সবার সম্মিলিত অবদানেই মূলত লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পেরেছে অসিরা।

তিন নম্বরে নামা জশ ইংলিস ২০ বলে ২৩, গ্লেন ম্যাক্সওয়েল ২১ বলে ২৯, মার্কাস স্টয়নিস ১০ বলে ১৭ ও ড্যানিয়েল স্যামস ১৫ বলে করেন ১৮ রান।

তবে সবাইকে ছাপিয়ে গেছেন উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। দুইটি করে চার-ছয়ের মারে ২৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এছাড়া অ্যাশটন অ্যাগার ২ বলে করেন ৪ রান।

শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা ও দুশমন্ত চামিরা। এছাড়া প্রবীণ জয়াবিক্রম ও চামিকা করুনারত্নের শিকার ১টি করে উইকেট।