Published : Friday, 25 February, 2022 at 12:00 AM, Update: 25.02.2022 12:58:06 AM
চাঁদপুরের
শাহরাস্তিতে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত পাঁচ জনের লাশ ময়নাতদন্তের পর
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর
২টার দিকে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাদের লাশ বুঝে নেন
স্বজনরা। এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ।
এসপি জানান,
এ ঘটনায় একটি মামলা হয়েছে। এ ছাড়া পরবর্তী সময়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে
সেজন্যও একটি মামলা দায়ের হতে পারে। তবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য,
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি
প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের
মোল্লার টেকে (বাঁক) পুকুরে পড়ে যায়। এতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার
হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের
ছেলে শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের
ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩),
যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪)
এবং গাড়িচালক গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের
ছেলে সাগর হোসেন (২৪) নিহত হন। পরে তাদের মরদেহের ময়নাতদন্তকে কেন্দ্র করে
তুলকালাম কাণ্ড ঘটে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান স্বজনরা। একপর্যায়ে
বুধবার বিকালে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে নিহতদের মরদেহ শাহরাস্তি
থানায় নেওয়ার পথে নিহতদের স্বজনরা বাধা দেন। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ
করে মরদেহ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। প্রায়
আধাঘণ্টা সংঘর্ষের পর পুলিশ তিন জনের মরদেহ নিয়ে থানায় চলে আসে। সে সময় ২
পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড ফাঁকা
গুলি ছোড়ে পুলিশ।