মস্কো তার প্রতিবেশী ইউক্রেনে হামলার করার পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম ফোনে কথা বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছেন।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, আজ শুক্রবার বিকালে পুতিনের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট শি জিনপিং সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের কথা বলেছেন।
পুতিনের সঙ্গে আলাপকালে শি বলেন, ‘শীতল যুদ্ধের মানসিকতা ত্যাগ করা, সমস্ত দেশের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া ও সম্মান করা এবং আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গঠন করা’ গুরুত্বপূর্ণ।
গতকাল বৃহস্পতিবার রুশ বাহিনী ইউক্রেনে পূর্ণ মাত্রায় অভিযান শুরু করেছে। বিমান হামলা চালিয়েছে এবং দেশের রাজধানীতে রুশসেনা প্রবেশ করেছে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট