ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত দুই দিনে ইউক্রেনের কিয়েভ শহরে গিয়ে পৌঁছেছে রুশ বাহিনী। তবে সেখানে তারা প্রবল প্রতিরোধের মুখে পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে।
এর মধ্যেই কিয়েভের পশ্চিমাঞ্চলে একটি রুশ ট্যাংক ধ্বংসের দাবি করল ইউক্রেনীয় বাহিনী।
শনিবার সকালে কিয়েভের পশ্চিমাঞ্চলীয় বেরেসটেইস্কা জেলায় রুশ সাজোয়া যানের বহরা প্রতিরোধমূলক হামলা চালায় ইউক্রেনের মিলিটারি ল’ এনফোর্সমেন্ট সার্ভিসের সদস্যরা। এতে একটি ট্যাংক পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনকে এনএলএডব্লিউ ট্যাংকবিধ্বংসী মিসাইল সরবরাহ করেছে যুক্তরাজ্য। সূত্র: সিএনএন