ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
প্রদীপ মজুমদার
Published : Saturday, 26 February, 2022 at 6:01 PM
লালমাইয়ে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণকুমিল্লার লালমাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ। 

এসময় কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার। এছাড়া গত ২৪ ফেব্রুয়ারী শপথ গ্রহণ করেন পাঁচ ইউপি চেয়ারম্যান। নির্বাচিত চেয়ারম্যান হলেন ভূলইন উত্তর ইউনিয়ন এমরান কবির, ভূলইন দক্ষিণ মুজিবুর রহমান মুজিব, বেলঘর উত্তর আলহাজ্ব আবদুল মালেক,বেলঘর দক্ষিণে লিয়াকত হোসেন গাজী, পেরুল দক্ষিণে খন্দকার সাইফুল্লাহ রুবাই। 
  
শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চুক্তিপত্র জমা দেন নব নির্বাচিত সদস্যবৃন্দ। এদিন ভূলইন উত্তর, ভূলইন দক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ, পেরুল দক্ষিণ ৫টি ইউনিয়নের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা ১৫ জন সাধারণ সদস্য ৪৫ জন সহ মোট ৬০ জন শপথ গ্রহণ করেন।
  
শপথ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে ইউপি সদস্যদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সকল কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বলেন, তৃণমূল পর্যায়ে ইউপি সদস্যদের সাথে জনগণের সম্পৃক্ততা ও কাজের সুযোগ বেশী। আপনারা জনগণের ভোটে নির্বাচিত সদস্য, তাই জনগণের সুখে, দুঃখে আপনারা পাশে থাকবেন এবং নিয়ম কানুন মেনে চলবেন। সরকারের উন্নয়নসহ সব কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার দিক নির্দেশনা দেন।