ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে একের পর এক গোল মিসে হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অবনমন অঞ্চলের দল ওয়াটফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে রালফ রাংনিকের শিষ্যরা।
শুরুতেই ভুল করে বসেন ব্রুনো ফার্নান্দেজ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফাঁকা জায়গায় দেখেও নিজে গোল করতে গিয়ে মিস করেন। আর তাতেই মেজাজ হারাতে দেখা যায় পর্তুগিজ যুবরাজকে।
ম্যাচের ১২ মিনিটেই বোকামি করে বসেন ফার্নান্দেজ। সতীর্থের থ্রু বল ধরে বাঁ দিক থেকে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন তিনি। সামনে ছিলেন কেবল ওয়াটফোর্ড গোলরক্ষক বেন ফস্টার। যদি ডানদিকে থাকা রোনালদো পাসটা পেতেন, হয়তো সহজেই সেটা জালে জড়িয়ে দিতে পারতেন।
কিন্তু নিজেই শট নিতে যান ফার্নান্দেজ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। রোনালদোকে সঙ্গে সঙ্গেই চিৎকার করতে দেখা যায়। রাগে সতীর্থকে কিছু বলতে থাকেন তিনি।