Published : Monday, 28 February, 2022 at 12:00 AM, Update: 28.02.2022 1:07:27 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার বিভিন্ন স্থানে গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে ১০
জনকে গ্রেফতার করেছে র্যাব। জেলার বুড়িচং, কোতয়ালি ও সদর দক্ষিণ উপজেলার
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ
থেকে টাকা আদায়ের রশিদ ও চাঁদা আদায়ের নগদ টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো-সদর দক্ষিণ উপজেলার ইয়াকুব আমজাদ রকি (২০), শাহিন মিয়া
(২৮), নাছির উদ্দীন (৩৮), রায়হান হোসেন (১৯), মানিক মিয়া (২৮), জহিরুল
ইসলাম অপু (২৪), মো. শাহীন (২২), সোহাগ অভি (২৪), সুমন সরকার (৩২) এবং
বুড়িচং উপজেলার সাজ্জাদ হোসেন (৪৫)।
র্যাব-১১ সিসিপি-২ কুমিল্লার
কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, পরিবহন চাঁদাবাজরা
সরকার নির্ধারিত স্ট্যান্ড ছাড়া অননুমোদিত স্থান থেকে এবং উপজেলার ইজারা
দেওয়া জায়গায় নির্ধারিত পরিমাণ টাকার চেয়ে বেশি টাকা জোরপূর্বক হাতিয়ে নেয়।
টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের ভয়ভীতি দেখানো এবং কোনও কোনও ক্ষেত্রে
শারীরিকভাবে আঘাত করে চাঁদা আদায় করতো তারা। এসব ঘটনায় র্যাবের কুমিল্লা
ক্যাম্পে বিভিন্ন সময় ভুক্তভোগীরা মৌখিক ও লিখিত অভিযোগ করেন। অভিযোগের
ভিত্তিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বুড়িচং, কোতয়ালী ও সদর দক্ষিণ উপজেলার
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে আসামিরা চাঁদাবাজির দায় স্বীকার করেছে। এ বিষয়ে আসামিদের
বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে। র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।