ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রবিবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে গোলবন্যায় ভাসিয়েছে বার্সা। দাপট দেখিয়ে খেলে ম্যাচটি তারা জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
বার্সেলোনা এগিয়ে যায় ম্যাচের ৩৭তম মিনিটে। কর্নারে জেরার্দ পিকের হেড ক্রসবারে বাধা পাওয়ার পর ফিরতি বল দারুণ ভলিতে জালে পাঠান অবামেয়াং।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। ফেররানের বদলি নামার ছয় মিনিট পরই চমৎকার এক গোল করেন উসমান ডেম্বেলে। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডেম্বেলের ক্রসে লুক ডি ইয়ং হেডে ৩-০ করেন। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছ থেকে শেষ গোলটি করেন আরেক বদলি ফরোয়ার্ড মেমফিস।
এতে ২৫ ম্যাচে ১২ জয় ও ৯ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা রিয়াল বেতিস তিন নম্বরে ৪৬ পয়েন্ট নিয়ে। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।