ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আজ আলোচনায় বসছে ইউক্রেন-রাশিয়া
Published : Monday, 28 February, 2022 at 12:28 PM
আজ আলোচনায় বসছে ইউক্রেন-রাশিয়াযুদ্ধ থামাতে আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। আজ সোমবার সকালে ইউক্রেন-বেলারুশ সীমান্তের প্রিপিয়াত নদীর কাছে এই আলোচনা হতে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার তাস নিউজ এজেন্সি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইভগিনি ইয়েনিন নিশ্চিত করেছেন, স্থানীয় সময় আজ সোমবার সকালেই ইউক্রেন রাশিয়ার প্রতিনিধিরা আলোচনায় অংশ নিতে যাচ্ছেন।

এর আগে রবিবার বিবৃতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, পূর্ব শর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনীয় প্রতিনিধি দলের বৈঠকে আমরা সম্মত হয়েছি। ইউক্রেনের বেলারুশ সীমান্তের একটি স্থানে ইউক্রেনীয় ও রুশ কর্মকর্তারা আলোচনায় বসবেন বলে জানায় জেলেনস্কির কার্যালয়। বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার পর দুই পক্ষের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আলোচনা। আলোচনা কতটুকু সফল হবে এর দিকে তাকিয়ে আছে বিশ্ব।

এদিকে আলোচনার প্রস্তাব উভপক্ষ গ্রহণ করার মধ্যেও ইউক্রেনে রুশ অভিযান অব্যাহত রয়েছে। সোমবার ভোরে কিয়েভের উপকণ্ঠ এবং খারকিভে ভয়াবহ বিস্ফোরণে খবর পাওয়া গেছে।