ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কারফিউ তুলে নিয়েছে ইউক্রেন
Published : Monday, 28 February, 2022 at 2:35 PM
কারফিউ তুলে নিয়েছে ইউক্রেনকারফিউ তুলে নিয়েছে ইউক্রেন।  তবে দেশটির রাজধানীসহ প্রায় সব অঞ্চলেই রুশ সেনাদের উপস্থিতি রয়েছে।  কোথাও কোথাও তুমুল লড়াই চলছে দুপক্ষের মধ্যে।  খবর বিবিসির। 

কারফিউ তুলে নেওয়ায় মুদি দোকানগুলো খোলছে।  ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে।  খাদ্য, খাবার পানিসহ নিত্য পণ্য কিনতে পারবে লোকজন। 

গত দুদিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা।

তবে দুপক্ষের সংঘর্ষের কারণে প্রতিনিয়তই সতর্ক থাকতে হচ্ছে। লোকজন সারাক্ষণই টেলিভিশনের পর্দা এবং মোবাইল ফোনের মাধ্যমে দেশের পরিস্থিতি নজরে রাখছেন।

ইউক্রেনের লোকজনের মধ্যে পরমাণু হামলার ভীতিও কাজ করছে।  গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরমাণু শক্তির ব্যবহারের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

টানা পঞ্চম দিনের মতো ইউক্রেনে সংঘাত চলছে।  সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খারকিভে তীব্র লড়াই চলছে। 

চারদিকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। ভয়াবহ বিস্ফোরণের কথা জানিয়েছে দেশটির স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন।

এদিকে আজ বেলারুশে রুশ-ইউক্রেনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।