ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজেও সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। ২ ম্যাচে ৭৩ রান করেছেন তিনি। প্রথম ম্যাচে ৪৪ বলে ৬০ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন লিটন। ঐ ম্যাচে ৬১ রানে জিতেছিলো বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ রান আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইয়ের। ২ ম্যাচে ৬৫ রান করেন তিনি।
সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৫৯ রান করে দলের জয়ে অবদান রাখেন জাজাই। এছাড়া সিরিজে এক ম্যাচ খেলেছেন উসমান ঘানি। দ্বিতীয় ম্যাচে দলের জয়ের পেছনে ৪৭ রান করেছিলেন তিনি। এই ৪৭ রানই সিরিজের তৃতীয় সর্বোচ্চ।
চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ রান আফিফ হোসেন ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। আফিফ ৩২ ও মাহমুদুল্লাহ ৩১ রান করেছেন।
বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজে শীর্ষ রান সংগ্রহকারী পাঁচ ব্যাটার:
ব্যাটার - ম্যাচ - ইনিংস - রান - গড় - ১০০ - ৫০
লিটন দাস (বাংলাদেশ) ২ ২ ৭৩ ৩৬.৫০ ০ ১
হজরতুল্লাহ জাজাই (আফগানিস্তান) ২ ২ ৬৫ ৬৫.০০ ০ ১
উসমান ঘানি (আফগানিস্তান) ১ ১ ৪৭ ৪৭.০০ ০ ০
আফিফ হোসেন (বাংলাদেশ) ২ ২ ৩২ ১৬.০০ ০ ০
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ২ ২ ৩১ ১৫.৫০ ০ ০