ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একসঙ্গেই হলো তিন বন্ধুর জানাজা
Published : Sunday, 6 March, 2022 at 1:28 PM
একসঙ্গেই হলো তিন বন্ধুর জানাজাব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারান তিন বন্ধু। তাদের জানাজাও হলো একসঙ্গে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তিন বন্ধুর জানাজা হয়। এতে পরিবার, স্বজন ছাড়াও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
নিহতরা হলেন- জেলার আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে ২৫ বছর বয়সী নাজেল, জেলা শহরের দাতিয়ারার মামুন ভূঁইয়ার ছেলে নাজিম ভূইয়া ও জেলা শহরের কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে ২৬ বছরের এনামুল।

জানাজা শেষে নাজেল ও নাজিমের মরদেহ গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এনামুলের মরদেহ শহরের দক্ষিণ মৌড়াইলে দাফন করা হয়।

এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার বিজয়নগর উপজেলা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফিরছিলেন তিন বন্ধু। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে নাজেল ও নাজিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এনামুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পরে রাতে এনামুলও মারা যান।