লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সেভিয়া ড্র করেছে শুক্রবার। এই সুযোগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও সুসংহত করেছে কার্লো আনচেলত্তির দল। রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিলো আটে। তাতে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আত্মবিশ্বাসের রসদও পেয়ে গেলো লস ব্লাঙ্কোস।
গোল উৎসবে জিতলেও শুরুর দশ মিনিটেই গোল হজম করে বসেছিল রিয়াল মাদ্রিদ। পেনাল্টি এরিয়ায় দাভিদ সিলভাকে ফাউল করে বসেন এদের মিলিতাও। তাতে মিকেল ওইয়ারজাবালের স্পট কিক থেকে শুরুতেই অগ্রগামিত পেয়ে যায় সোসিয়েদাদ। ফলে সফরকারীদের আত্মবিশ্বাসটাও বেড়ে গিয়েছিল। কিন্তু ৪০ মিনিটে কামাভিঙ্গা ও ৪৩ মিনিটে মদ্রিচের অসাধারণ গোলের পর ম্যাচের পুরো কর্তৃত্ব নিয়ে নেয় স্বাগতিক শিবির।
৭৯ মিনিটে বেনজিমা পেনাল্টি থেকে স্কোর ৩-১ করলেও দুবার হতাশ হতে হয় তাকে। প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে দুটি গোল বাতিল হয়েছে ভার রিভিউতে। পরে অবশ্য এই ভার রিভিউতেই পেনাল্টিতে গোল করার সুযোগ পান তিনি। ফাউলের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। এই গোলের পর লা লিগার সর্বোচ্চ স্কোরার বেনজিমার গোল সংখ্যা দাঁড়ালো ২০। তার গোলের তিন মিনিট বাদে চতুর্থ গোলটি করেন আসেনসিও।
২৭ ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ৬৩ পয়েন্ট। সমান ম্যাচে সেভিয়ার সংগ্রহ ৫৫। বার্সেলোনা ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। অপর দিকে এই ম্যাচ জিতলে তিনে ওঠার সুযোগ ছিল সোসিয়েদাদের। কিন্তু হারের পর ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ছয়েই অবস্থান করছে তারা।