ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রামেকে মৃত্যু ৬, শনাক্ত ৫৮
Published : Sunday, 6 March, 2022 at 2:51 PM
রামেকে মৃত্যু ৬, শনাক্ত ৫৮রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ ও উপসর্গে মৃত্যু হয়েছে ৬ জনের। সপ্তাহের ব্যবধানে ১ হাজার ১১০ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।

সর্বশেষ রামেক হাসপাতাল ও রাজশাহী সিভিল সার্জন কর্তৃক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও রোববার (৬ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ১৩৭ জনের নমুনায় ৬ জন, ১ মার্চ ১৩১ জনের মধ্যে ৪ জন, ২ মার্চ ২৭৯ জনের মধ্যে ৩২ জন, ৩ মার্চ ১৭১ জনের মধ্যে ৮ জন, ৪ মার্চ ১১৯ জনের নমুনায় কেউ শনাক্ত হননি ও ৫ মার্চে ৮৫ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হন এবং সর্বশেষ ৬ মার্চ ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা ধরা পড়ে। সপ্তাহজুড়ে মোট ১ হাজার ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি একজন, ১ মার্চ ছিল মৃত্যুহীন, ২ মার্চে দুজন, ৩ মার্চও মৃত্যুহীন, ৪ মার্চ একজন ও ৫ মার্চ দুজন মারা গেছে।