বরগুনার আমতলী উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালি গ্রামের আবুল কালামের স্ত্রী নুর নেহার (৪০) ও তার ছেলে রাকিব (১৬)।
এ ঘটনায় পিকআপচালক নুর আলমকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি নোয়াখালীর হাতিয়া থানার মাউজচারা গ্রামের মৃত নূর আহমেদের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে ছেলেকে নিয়ে ভাই কুদ্দুস পালোয়ানের বাড়ি মির্জাগঞ্জ যাচ্ছিলেন নুর নেহার। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পশ্চিম চুনাখালি শাহ আলম চৌকিদার বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি পণ্যবাহী পিকআপ পেছন থেকে চাপা দেয়। এতেই ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।