কুমিল্লার লালমাইয়ে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন দিবসটির কার্যক্রম শুরু করে। সকাল ৯টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১টায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, আরএমও ডাঃ রওনক জাহান ,লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, উপজেলা ইঞ্জিনিয়ার উজ্জ্বল চৌধুরী, পল্লী বিদ্যুৎ বাগমারা ডিজিএম খুরশিদ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা আক্তার,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, খাদ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মজুমদার, যুক্তিখোলা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন,প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।