ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৭ই মার্চ পালিত
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস। সকাল ৯টায় উপজেলা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রিফাত আসমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন, থানার অফিসার ইনচার্জ ওসি অপেল্লা রাজা নাহা। এসময় উপস্তিত ছিলেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, কৃষি অফিসার মাহাবুবুল হাসান, সমাজ সেবা অফিসার বরুণ দে, তথ্য আপা মনিরা বেগম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, প্রধান শিক্ষক আবু হানিফসহ বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ৭ই মার্চ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্গন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।