বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি দাউদকান্দিতে ব্যবসায়ীকে কারাদন্ড, লাখ টাকা জরিমানা
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে
বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে ২টি দোকানকে ১লাখ টাকা জরিমানাসহ আরেক
দোকানদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি পৌর বাজার এবং গৌরীপুর বাজারে
অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল
ইসলাম খান এই জরিমানা করেন।
অভিযানে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান
মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:
নোমান মিয়া সরকার সাথে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান বলেন, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের
যে একটা অস্থিতিশীলতা সারা দেশে বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় আমাদের
দাউদকান্দিতেও মূল্যবৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে একটা জটিলতা দেখা দিয়েছিল। এরই
প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যন মহোদয়সহ আমরা দাউদকান্দি এবং গৌরীপুর বাজারে
অভিযান চালিয়েছি। এ সময় আমরা প্রত্যেক ব্যবসায়ী যারা তেলসহ এ ধরনের
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেন। সেখানে গিয়ে তাদের সংরক্ষণে যেসব
দ্রব্য রয়েছে বিশেষ করে সয়াবিন তেল বা ভোজ্যতেল সেগুলোর কাগজপত্র যাচাই
বাছাই করেছি।
তিনি বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল মজুত রয়েছে।
এর মধ্যে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে বিক্রি না করে সেটি আমরা
নিশ্চিত করার চেষ্টা করেছি। এ সময় নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে তেল
বিক্রির দায়ে দাউদকান্দি ভাই ভাই বানিজ্যালয়কে পঞ্চাশ হাজার ও গৌরীপুর
বাজারের ললিত মোহন সাহা স্টোরকে পঞ্চাশ হাজারসহ মোট এক লাখ টাকা জরিমানা
করা হয়। গৌরীপুর বাজারের সুমন ট্রেডার্সের মালিক সুমকে এক মাসের বিনাশ্রম
কারাদন্ড দেয়া হয়েছে। এর আগেও লবনের মূল্য বেশি রাখায় তাকে এক লাখ টাকা
জরিমান করা হয়েছিল বলে এই কর্মকর্তা জানান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
বলেও জানান তিনি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী
সুমন বলেন, সবাইকে অনুরোধ করবো, পন্যের গায়ের মূল্যের চেয়ে কোন ব্যবসায়ী
দাম বেশি রাখলে সাথে সাথে মোবাইল ম্যাসেঞ্জারে, ফেসবুক লাইভে বা ফোনে আমাকে
জানাবেন। উপজেলা প্রশাসনকে নিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিবো ।