Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM, Update: 08.03.2022 1:07:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
মুরাদনগরে
১০টি গাঁজার গাছসহ আটক মাসুদ মিয়াকে (৪৩) সোমবার দুপুরে আদালতের মাধ্যমে
কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে নিজ বাড়ী থেকে
তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ মিয়া উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর
গ্রামের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগম ও মৃত আজিজুর রহমানের ছেলে।
জানা
যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর একদল পুলিশ উপজেলার নবীপুর
পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগমের বাড়ীর ছাদে
অভিযান চালিয়ে ১০টি গাঁজার গাছ জব্দ করে। এ সময় বাড়ীর ছাদে গাঁজার চাষ,
সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ওই মহিলা ইউপি সদস্যের ছেলে মাসুদ মিয়াকে আটক
করা হয়। এ সময় গাঁজার গাছগুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে রোববার রাতে
পুলিশ বাদী হয়ে মুরাদনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু
করে। সোমবার দুপুরে কুমিল্লার আমলী আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক মাসুদ
মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম
দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, নিজ বাড়ীর ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও
বিক্রয়ের অভিযোগ এনে ধৃত মাসুদ মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।