ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনের অনুরোধে স্থগিত বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ
Published : Tuesday, 8 March, 2022 at 11:26 AM
ইউক্রেনের অনুরোধে স্থগিত বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। যুদ্ধ পরিস্থিতিতে গোটা দেশটাই এখন মানবিক সংকটে। চলমান এই সংকটে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ খেলার মতো অবস্থাতে নেই ইউক্রেন। তাই স্কটল্যান্ড-ইউক্রেনের প্লে-অফ সেমিফাইনালটি স্থগিত করা হয়েছে।

অবশ্য ফিফার কাছে ইউক্রেনই অনুরোধ করেছিল, যেন ম্যাচটা পিছিয়ে নেওয়া হয়। ২৪ মার্চ ম্যাচটি হওয়ার কথা ছিল স্কটল্যান্ডের হ্যাম্পডন পার্কে। এই ম্যাচ জয়ীর আবার মুখোমুখি হওয়ার কথা ওয়েলস অথবা অস্ট্রিয়ার। যাদের আরেক প্লে-অফ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এখন প্লে ফাইনালটিও পিছিয়ে যাবে।

বিবিসির রিপোর্ট অনুযায়ী নতুন তারিখের জন্য আলোচনা চলমান। বলা হচ্ছে, নেশন্স লিগের উইন্ডো জুন মাস-ই এর সম্ভাব্য বিকল্প হতে পারে। কারণ দুই দলের আবার নেশন্স লিগে জুনে মুখোমুখি হওয়ার কথা। এই ঘটনায় স্কটিশ ফুটবল প্রধানও ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

ফিফা এক বিবৃতিতে জানায়, ‘ফিফা এটা নিশ্চিত করছে, ইউক্রেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমরা একটা অনুরোধ গ্রহণ করেছি। যাতে মার্চ থেকে তাদের নির্ধারিত ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়।’

কাতার বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।