ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার
Published : Wednesday, 9 March, 2022 at 12:00 AM
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা অর্জনে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বার্ডর ডিজির সহধর্মিণী নাদিরা আক্তার। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম রাষ্ট্রের উন্নয়নে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করেন। বাংলাদেশে নারী উন্নয়নকে টেকসই উন্নয়নের পথ হিসেবে বেছে নেয়া হয়েছে। নারী-পুরুষ সমতায় বাংলাদেশের অগ্রগতি দুনিয়াজুড়ে প্রশংসিত। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রকল্প) ড. মোঃ কামরুল হাসান এবং পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ড পরিচালক নাছিমা আক্তার ও উপ পরিচালক সাইফুন নাহার। উক্ত সেমিনারে সেমিনার পরিচালক-এর দায়িত্ব পালন করেন বার্ড পরিচালক নাছিমা আক্তার এবং সহযোগী সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন উপ পরিচালক সাইফুন নাহার।
সেমিনার সমন্বয়কের দায়িত্ব পালন করেন বার্ড উপ পরিচালক (প্রশিক্ষণ)ফরিদা ইয়াসমিন। উক্ত সেমিনারে বার্ডের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও প্রকল্পের উপকারভোগীসহ ১০০জন অংশগ্রহণ করেন।