ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদারকে উপজেলা পরিষদের সংবর্ধনা
Published : Wednesday, 9 March, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে প্রবাসগামী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন সরদারকে মনোহরগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকৌশলী আল-আমিন সরদারকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এম.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের জন্য প্রকৌশলী আল-আমিন সরদার চলতি মাসে সরকারি স্কলারশিপে থাইল্যান্ডে অবস্থিত এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির উদ্দেশ্যে স্বদেশ ত্যাগ করবেন।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মিলন, সাবেক সদস্য সচিব নুরুন্নবী চৌধুরী সেলিম সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রকৌশলী আল-আমিন সরদার পটুয়াখালীর বাউফল উপজেলার এস.এম আলতাফ হোসেন ও সালেহা বেগম দম্পতির জেষ্ঠ্য সন্তান। তিনি ২০১৭ সালের ২৫ মে থেকে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে সাথে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বরিশালের উজিরপুর উপজেলায় কর্মরত ছিলেন। কর্মজীবনের দুই কর্মস্থলেই নিজের মেধা-মননশীলতার মাধ্যমে অগ্রজ-অনুজ সহকর্মীদের মনোরঞ্জনসহ স্থানীয় নাগরিকদের দোরগোড়ায় সরকারের যথাযথ সেবা পৌঁছে দিয়ে অভূতপূর্ব প্রশংসা অর্জন করেন প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন সরদার।