ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নারী দিবস পালন
Published : Wednesday, 9 March, 2022 at 12:00 AM, Update: 09.03.2022 12:45:33 AM
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নারী দিবস পালননিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় র‌্যালি, আলোচনা সভা, চেক বিতরণ, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের এ কর্মসূচির আয়োজন করেন।
গতকাল মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমি থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়াসহ আরো অনেকে।
পরে বীরচন্দ্র নগর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) এবং কুমিল্লা মহিলা সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়া সহ আরো অনেকে।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মিলিত নারী ফোরাম কুমিল্লার আয়োজনে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন কুমিল্লা মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরুন্নেছা বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নারী ফোরাম কুমিল্লাৱ সভাপতি মিসেস পাপড়ি বসু। এসময় বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।