ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সড়ক বিভাগের প্রকল্প পরিবীক্ষণ নির্দেশিকা অ্যাপস বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
Published : Wednesday, 9 March, 2022 at 12:00 AM, Update: 09.03.2022 12:45:42 AM
কুমিল্লায় সড়ক বিভাগের প্রকল্প পরিবীক্ষণ নির্দেশিকা অ্যাপস বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাসড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ইনোভেশন টিম -১ কর্তৃক উদ্ভাবনী উদ্যোগে প্রকল্প পরিবীক্ষণ নির্দেশিকা অ্যপস বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কুমিল্লা নগরের শাকতলা সড়ক ভবনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ইনোভেশন টিম -১ কর্তৃক উদ্ভাবনী উদ্যোগে প্রকল্প পরিবীক্ষণ নির্দেশিকা অ্যাপস বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহনও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার।
উপস্থিত ছিলেন-সড়ক বিভাগের যুগ্ন সচিব মো: আনিসুর রহমান, উপসচিব মো: আবু নাছের,সিনিয়র সিস্টেম এনালিষ্ট শ্যামল রায়, সিনিয়র সহকারী সচি মো: মাখজানুল ইসলাম তৌহিদসহ সড়ক বিভাগের উধ্বতন কর্মকর্তারা।
কর্মশালায় কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ কুমিল্লা, নোয়াখালী,ফেনী , চাদঁপুর,ব্রাহ্মণবাড়িয়া,লক্ষিপুর জেলার নির্বাহী প্রকৌশলীরা কর্মশালায় অংশ নেন।
সড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন- সরকারের যে উন্নয়ন কর্মকান্ড থাকে তা সড়ক বিভাগ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মনিটরিং করা হয়ে থাকে।সেসব মনিটরিংয়ে সড়ক বিভাগ পরিদর্শন করে রিপোর্ট দেখে তারপর নির্দেশনা দেয়া হয়। মানননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন। সর্বক্ষেত্রেই যদি আমরা ডিজিটাল প্রচেষ্টা নেয়া হলে সময় ও অর্থ বাচেঁ। সেই দৃষ্টিকোণ থেকেই এই অ্যাপসটি করা। আমরা প্রকল্প পরিবীক্ষণ করব একটা অ্যাপের মাধ্যমে।এই অ্যাপসের ফলে কম সময়ে সমগ্র দেশের সড়ক বিভাগের উন্নয়ন অগ্রগতিটা মনিটরিং করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।