ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাশিয়াকে আরও ৭-১০ দিন ঠেকিয়ে রাখতে চায় ইউক্রেন
Published : Wednesday, 9 March, 2022 at 2:27 PM
রাশিয়াকে আরও ৭-১০ দিন ঠেকিয়ে রাখতে চায় ইউক্রেনইউক্রেনে আগামী সাত থেকে দশ দিন রাশিয়াকে আর কোনও ধরনের বিজয় দাবি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির এক সিনিয়র কর্মকর্তা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিশেঙ্কো দাবি করেন, অন্তত যেকোনও প্রকার বিজয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। এক্ষেত্রে বন্দরনগরী মারিয়োপোল কিংবা রাজধানী কিয়েভ সবচেয়ে পছন্দের লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এক ফেসবুক পোস্টে ভাদিম ডেনিশেঙ্কো লিখেছেন, ‘চূড়ান্ত আলোচনায় বাধ্য হওয়ার আগে তাদের অন্তত কিছু বিজয় দরকার। সেই কারণে আমাদের কাজ হলো আগামী ৭-১০ দিন টিকে থাকা।’

রাশিয়া জানিয়েছে, রাজধানী কিয়েভসহ পাঁচটি শহর থেকে বুধবার বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডর দেওয়া হবে। তবে এগুলোর মধ্যে কেবল সচল রয়েছে সামি শহরের করিডর। মঙ্গলবার থেকে এই শহরের মানবিক করিডর সচল রয়েছে।

মস্কো ও কিয়েভের মধ্যে এই বিষয়ে সমঝোতা হওয়ার পর সামি শহর থেকে মঙ্গলবার প্রায় পাঁচ হাজার মানুষ বেরিয়ে যায়। সামি আঞ্চলিক গভর্নর দিমিত্রো ঝিভিটস্কি জানান, প্রায় এক হাজার গাড়ি বেসামরিকদের নিয়ে পোলতাভা শহরের দিকে চলে যায়। বুধবারও এই করিডর সক্রিয় থাকবে বলে জানান তিনি।

সূত্র: রয়টার্স